প্রদীপ কুমার সিংহ ঃ---
র্বারুইপুর ঃ-- গতকাল একটি সংঘর্ষ বাধে তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর মধ্যে। সেই গন্ডগোল মিটিয়ে দেয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। উপ-প্রধানের নাম জুলফিকার আলী সরদার। বুধবার সকাল সাড়ে আটটার সময় উপপ্রধান উদ্বোধনে ভাই ও আর একজনকে নিয়ে পাড়ার একটি দোকানে চা খেতে যায়। তখন চায়ের দোকানে কাছাকাছি একটা জায়গায় গন্ডগোল শুরু হচ্ছিল। সেই গন্ডগোল কে মেটায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পরে উপপ্রধানের বাড়ি আসে সিপিএমের কিছু দুষ্কৃতী বাহিনী অ্যাটাক করে। ফলে উপপ্রধান সহ দুজন আহত হন। উপপ্রধান জুলপিকা আলী সরদার তার ভাই সালাউদ্দিন সরদার ও তৃণমূল কর্মী আলাউদ্দিন। ঘটনাটি ঘটেছে জয়নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চালতাবেড়িয়া।ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান জুলফিকার সরদার বলেন, এদিন সকালে এলাকায় গণ্ডগোল হচ্ছিল। সেই সময় আমি উভয় পক্ষকে ঠেকিয়ে দিই। পরে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বন্দকু,লোহার রড নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমার মাথা ফাটিয়ে দেয়,অন্য দুই কর্মীও আহত হয়েছে। যদিও এই ঘটনার অভিযোগ সিপিএমের তরফে অস্বীকার করা হয়েছে। আহত তৃণমূল কর্মীদের নিয়ে স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহাকুমা হাসপাতালে আসে এবং সেখানে তাদের চিকিৎসা হয়। পরে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করে জুলফিকার আলী সরদার। পুলিশ এ ব্যাপারে দুষ্কৃতীদের তল্লাশি শুরু করেছে।