বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন চক্রবর্তী রোড শো

 



প্রদীপ কুমার সিংহ 

সোনারপুর উত্তর বিধানসভার কেন্দ্রের ভোট আগামী ১০ এপ্রিল,শনিবার । আর ভোট প্রচারে শেষ বেলায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সোনারপুর উত্তর বিধানসভা 

কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্যর সমর্থনে রোড শো। গড়িয়া মহামায়তলা মোড় থেকে শুরু হয়েছে এই রোড শো। শীতলা মন্দির পর্যন্ত যাবে। প্রায় দু কিলোমিটার রাস্তা বিজেপি প্রার্থী সমর্থনে মিঠুন চকবতি রোড শো করেন। এই রোড শোর কারণে পুরোপুরি বন্ধ নেতাজী সুভাষ  বোস রোড পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রচুর কর্মী সমর্থক যোগ দিয়েছেন এই রোড শো তে।

 মিঠুনকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় রাস্তায়। বিভিন্ন আবাসনের আবাসিকরাও ব্যালকনি বা জানালা দিয়ে মিঠুনকে দেখার জন্য ভিড় জমিয়েছেন। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন মিঠুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন