পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার ভাজাচাউলি অঞ্চলে এই বিধানসভার বিজেপি প্রার্থী সুমিতা সিনহার সমর্থনে জনসভা হল ।
সভায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অসিম মিশ্র, কাঁথি তিন পশ্চিম মন্ডলের সভাপতি শ্রীকৃষ্ণ মান্না মহাশয়,উত্তর কাঁথি বিধানসভা র কনভেনার প্রদীপ বর প্রমুখ নেতৃত্ব বৃন্দ ছিলেন।
বিজেপির দাবি ভাজাচাউলির মতো জায়গায় হার্মাদ তৃণমূল ও দলদাস পুলিশের সন্ত্রাস উপেক্ষা করে আজকের সভায় বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি,সক্রিয়তা ও সমর্থন প্রমান করে উত্তর কাঁথিতে বিজেপি প্রার্থী সুমিতা সিনহার জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র ।