মনোনয়নপত্র জমা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

 



প্রদীপ কুমার সিংহ 

পশ্চিমবাংলা আসন্ন বিধানসভার ভোট আর বেশি দিন  বাকি নেই। দক্ষিণ ২৪ পরগনা জেলায় নির্বাচন কমিশন তিন দফা ভোটের কথা ঘোষণা করেছিলেন। দক্ষিণ ২৪ পরগনা ৩১ টি আসন। বুধবার সকাল এগারোটার সময় নিজের মনোনয়ন জমা দিতে  বারুইপুর মহকুমা শাসকের অফিসে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পশ্চিমবাংলা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ।

 বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দারের হাতে মনোনয়নপত্র জমা দেন বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া আজ কুলতলী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গণেশ মণ্ডল, জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ দাস মনোনয়নপত্র জমা দেন এখানে।

 সেই সঙ্গে সংযুক্ত  মোর্চার  বামফ্রন্ট মনোনীত বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী  লাহেক আলী, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী  স্বপন নস্কর, ও  জয়নগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব প্রামানিক। এরা সবাই বারুইপুর মহকুমা শাসকের অফিসে রিটার্নিং অফিসার কাছে জমা দেন। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ও সোনারপুর উত্তর বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থীর তালিকা এখনো প্রকাশ করতে  পারেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন