পটাশপুরে তৃনমূল প্রার্থী উত্তম বারিককে ঘিরে উন্মাদনা

 


পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভোট গ্রহন আগামী ম২৭ আর্চ ।প্রথম দিফায় এই কেন্দ্র পড়েছে।পটাশপুর থেকে পরপর দুইবার জয়ী হয়েছেন এবার দক্ষিন কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর ।

তাঁর যায়গায় এবার পটাশপুরে  তৃণমূল প্রার্থী করেছে উত্তম বারিককে।প্রার্থী  বুধবার পটাশপুর-২ ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় র‍্যালি ও ভোটপ্রচার এবং নির্বাচনী জনসভা করলেন। 

প্রার্থীকে ঘিরে জনতার উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন