কোলাঘাটে বিজেপি প্রার্থীর বাড়ি বাড়ি প্রচার

 


রাজ্যের ২৯৪টা আসনে ৮ দফায় ভোট করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনের মধ্যে ৭টিতে ২৭ মার্চ প্রথম দফায় ও ৯টিতে ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহন করা হবে । 

এর মধ্যে পূর্ব পাঁশকুড়া বিধানসভা অর্থাৎ কোলাঘাটে ভোট গ্রহন দ্বিতীয় দফায়।তাই সমস্ত রাজনৈতিক দলগুলি এখন চরম ব্যস্ত। অন্যান্যদের মত   বিজেপি প্রার্থী দেবব্রত পট্টনায়েকও প্রতিদিনই চালাচ্ছেন প্রচারকার্য।

বৃহস্পতিবার সকালে কোলাঘাট ব্লকের বাথানবেড়িয়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন দেবব্রত বাবু।তিনি জানান,জেতার ব্যপারে শতভাগ আশাবাদী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন