হলদিয়াতে তাপসী মন্ডলের সমর্থনে র‍্যালী শুভেন্দুর

 


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তাপস মন্ডল এর সমর্থনে হলদিয়ার সুতাহাটায় শুভেন্দু অধিকারী সুসজ্জিত র‍্যালি করেন। জানা গেছে হলদিয়ার সুতাহাটা থানা সংলগ্ন এলাকা থেকে  কৃষ্ণনগর পর্যন্ত প্রায় চার কিলোমিটার র‍্যালি করেন। সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী তাপস মন্ডল এবং কয়েক হাজার কর্মী সমর্থক। 

এরপরে সুতাহাটা একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী।উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনের মধ্যে ৭টিতে ২৭ মার্চ প্রথম দফায় ও ৯টিতে ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহন করা হবে । এর মধ্যে গজলদিয়া বিধানসভার ভোট গ্রহন দ্বিতীয় দফায়।

তাই সমস্ত রাজনৈতিক দলগুলি এখন চরম ব্যস্ত। শুভেন্দু বাবুকে নিয়ে এলাকায় র‍্যালির পরে হলদিয়ার বিজেপি প্রার্থী  তাপস মন্ডল জানিয়েছেন এই আসনে তাঁর জয় নিশ্চিত হয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন