হলদিয়াতে পদ্ম শিবিরে ভাঙ্গন ধরালো তৃণমূল

 



 আসন্ন বিধানসভা নির্বাচন এর আগে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতে পদ্ম শিবিরে ভাঙ্গন ধরলো । বুধবার হলদিয়া  বধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন নস্কর এর সমর্থনে দুর্গাচক ছায়ানট আজ বিকেলে জনসভা অনুষ্ঠিত হয়।

 এই জনসভায় ভারতীয় জনতা পার্টি সিপিআই(এম), কংগ্রেস এবং আইএসএফ , থেকে প্রায় ৪০০ কর্মী দল বদল করে তৃনমূলে যোগদান করেন। 

ভারতীয় জনতা পার্টি সুতাহাটা মন্ডল সভাপতি সহ সংখ্যালঘুর সেলে বহু কর্মী নেতা সমর্থক তৃণমূল যোগ দেন ।পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমুল কংগ্রেসের  সহ সভাপতি আজগর আলির উপস্থিতিতে। তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন সকলের হাতেই।  তিনি বলেন গদ্দার হলদিয়া থেকে চলে গেছে।

তাই হলদিয়ার মানুষ স্বস্তি পেয়েছে। রাজ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করতে ৬৫ টি প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে আজ মা-মাটি-মানুষের সরকারের সমর্থনের জন্য তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন। সকলকে নমস্কার হার্দিক শুভেচ্ছা জানালেন আজগর আলী( পল্টু)।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন