হলদিয়াতে তৃনমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে প্রচার

 




পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী স্বপন নস্করের সমর্থনে স্থানীয় পৌরসভার ১ ওয়ার্ডের ১০৫ নং বুথে  নির্বাচনী  সভা হয়।

 সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ, সুতাহাটা ব্লক তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি জগন্নাথ মান্না, সুতাহাটা ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক দাস, ১ নং ওয়ার্ড তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ চক্রবর্তী, সহ-সভাপতি সুণীল প্রামাণীক,বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত পন্ডা,প্রা: কাউন্সিলার শুভ্র বরণ শৎপতি,তৃনমূল নেতা বিশ্বনাথ ভূঞ্যা এছাড়াও অনান্য নেতৃত্ব বৃন্দ।

বক্তারা তাঁদের ভাষনে এই কেন্দ্রের তৃনমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন