ট্রান্সফরমারে আগুন লেগে দফায় দফায় লোডশেডিং




প্রদীপ কুমার সিংহ

হঠাৎ ট্রানসফর্মের থেকে  দাউদাউ করে আগুন জ্বলায় সাধারণ মানুষ হকচকিয়ে যায়। পরে নিজেরাই আগুন নেভাবার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে  বারুইপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অফিসের পাসে ও বারুইপুর থানার সামনে। 

 ইলেকট্রিক ট্রান্সফর্মার থেকে দাও দাও আগুন জ্বলে। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সেইসঙ্গে   বিদ্যুৎ বিভাগে খবর দেয়া হয় তারা সঙ্গে সঙ্গে  গাড়ি নিয়ে ঘটনাস্থলে চলে আসে এবং তাদের প্রচেষ্টায় ও এলাকার মানুষের সহযোগিতায় আগুন নিভে যায়। দমকল বাহিনীকে খবর পেয়ে দমকল বাহিনীর প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই স্থানীয় মানুষরা ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। 

স্থানীয় সূত্রে খবর বারুইপুর থানার সামনে ইলেকট্রিক ট্রান্সফর্মার রয়েছে সেখানে সন্ধ্যের পর হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে এতে মানুষ হকচকিয়ে যায়। এলাকায় লোডশেডিং হয়ে যায়। এলাকার প্রায় নিস্তব্ধ হয়ে যায়। দফায় দফায় লোডশেডিং হওয়ায়  ব্যবসায়ীদের অসুবিধার মধ্যে পড়তে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন