প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগের দিন রাতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠলো।স্থানীয় তৃনমূল নেতা সেক ওহিদ ও সিদ্ধেশর প্রধান এর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি
জানা গেছে কাঁথি পৌরসভার ২০ নং ওয়ার্ডের ৯০ নং বুথ এলাকা ধর্মদাসবাড় গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার রাতে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।বিজেপির আরো অভিযোগ এদের হাতে রড,সাবল, বাঁশ প্রমুখ অস্ত্র ছিলো। এই গুলি বিজেপি কর্মীর উপরে হামলা চালায়।এই কর্মীকে বাঁচাতে গিয়ে এক মহিলা কর্মী আহত হয় । আরো অভিযোগ হামলা চালানোর সাথে সাথে বাজে বাজে ভাষা ব্যাবহার করা হয়েছে।
খবর পেয়ে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গেলে উত্তেজনা তৈরী হয় । খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।বিবাদমান দুই রাজনৈতিক দলের সদস্যদের সরিয়ে দেয় পুলিশ প্রশাসন।আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে চিকিৎস্যার জন্যে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃনমূল তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।তৃনমূল দাবি করেছে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে।নিজেরাই নিজেদের মধ্যে বিবাদ করছে,আর দায় চাপাচ্ছে তৃনমূলের ঘাড়ে।