পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলের গোটসাউড়ী গ্রামের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা ও বিশিষ্ট সমাজসেবী সুদর্শন বারিক ( ৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে পরলোক গমন করেন।
তিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এলাকার নেতৃত্ব হিসাবে জনপ্রিয়তা লাভ করেন। প্রয়াত সুদর্শন বারিক বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে সমস্ত মানুষ ও জনপ্রতিনিধি বর্গ তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন।
জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি প্রয়াত নেতার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।সেই সাথে তাঁর পরিবারবর্গ কে সমবেদনা জ্ঞাপন করেন। প্রয়াত নেতা সহধর্মিণী, তিনি ৩ পুত্র, ১ কন্যা,নাতি-নাতনি সহ অগণিত গুণমুগ্ধ সহযোগী দের রেখে গেলেন।