পূর্ব মেদিনীপুরের সৈকত নগরী দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় কবলে পড়ল একটি পর্যটকের গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বঙ্কিম দে (২৭)। তার বাড়ী পশ্চিম বর্ধমান জেলার শালামপুর গ্রামের বাসিন্দ।
জানাগেছে, শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলা থেকে এক ঝাঁক পর্যটকদের দিঘা বেড়াতে এসেছিল। রাতেই দিঘায় পর্যটকদের ছেড়ে গাড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দেন। দিঘা বাইপাস সংলগ্ন এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির চালকের আসনে
বসে থাকা অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ এসে গাড়ি থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে