পুলিশ চারজনকে চোরকে গ্রেফতার করলো

 




প্রদীপ কুমার সিংহ 

 সোনারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যাধরপুর খালপাড় এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করলো। আজারুদ্দিন সরদার, খোকন মন্ডল, শেখ ফিরোজ ও রাজু হালদার । পুলিশ সূত্রে খবর এরা ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়েছিল ।পুলিশ তাড়া করার পর সেখান থেকে পালানো চেষ্টা করে প্রথমে তিনজনকে ধরে ও পরে আরেক জনকে ধরে। 

এদের কাছ থেকে বন্দুক ও গুলি পাওয়া যায়। পুলিশকে তারা বলেন যে বারুইপুর, সোনারপুর জয়নগর বিভিন্ন জায়গা বাড়িতেও মন্দিরে চুরি করে করত। তারপর রবিবার ভোর রাতে বিদ্যাধরপুর এর একটি মন্দির থেকে  কালিমাতার কিছু গহনা ও পূজোর সামগ্রী  চুরি হয়। প্রায় লক্ষাধিক টাকার মতো চুরি হয়েছে। বিদ্যাধরপুর এলাকায় নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

 সোনাপুর থানায় অভিযোগ দায়ের করে ওই মন্দিরে পুরোহিত। পুলিশ তদন্তে নামে। তদন্তে নেবে চারজনকে গ্রেপ্তার করে বারুইপুর মহকুমা  আদালতে তোলা হয় তাদের। পুলিশ তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় বারুইপুর  মহাকুমা আদালতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন