মেদিনীপুর কলেজের সহযোগিতায় যাত্রা শুরু করলো এম এম নিউজ লাইভ



 একটি নতুন অধ্যায়ের সূচনা হলো,পূর্ব ভারতের অন্যতম সেরা কলেজ মেদিনীপুর কলেজের (অটোনোমাস)এর ইতিহাসে। মেদিনীপুর কলেজের সহযোগিতায় যাত্রা শুরু করলো নতুন নিউজ পোর্টাল এম এম নিউজ লাইভ। প্রিসানটেক প্রাইভেট লিমিটেড ও মেদিনীপুর কলেজের (অটোনোমাস) মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগের যৌথ উদ্যোগে এম এম নিউজ লাইভের সূচনা হলো সোমবার।  মেদিনীপুর কলেজের নেতাজি জন্ম শতবার্ষিকী ভবনের সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে এম এম লাইভ নিউজের সূচনা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজে অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, জেলা পরিষদের কর্মাধক্ষ্য শ্যামপদ পাত্র,প্রিসানটেক প্রাইভেট লিমিটেডের কর্ণাধার আশীষ কুমার রায়,কেডি কলেজের অধ্যক্ষ দুলাল চন্দ্র দাস, মেদিনীপুর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ,মাস কমিউনিকেশন বিভাগের কো-অর্ডিনের সৌমেন্দু দে প্রমুখ। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপক সৈকত সরকার। উপস্থিত অতিথিরা মেদিনীপুর কলেজের এই উদ্যোগের প্রশংসা করেন। 

সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর ধরে মেদিনীপুর কলেজের মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগ যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করেছে। এখানকার ছাত্র-ছাত্রীরা অনেকেই নিজের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ পেয়েছে।

এম এম নিউজ লাইভ এই বিভাগের ছাত্র-ছাত্রীদের হাতে কলমে কাজ শিখতে যেমন সাহায্য করবে তেমন পরবর্তী কালে কর্মজগতে প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন