কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়




প্রদীপ কুমার সিংহ 

 আজ সকালে  বারুইপুর থানা অন্তগত রামনগরে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শনি বড়তলা পিছনে  মানুষের মাথার খুলিও কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শনি বটতলার পিছনে একটা ছোট্ট মাঠে এই মাথার খুলি ও হাড় পড়েছিল।

 এলাকারই একটা মানুষ প্রথমে দেখতে পেয়ে বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানা পুলিশ মাথার খুলি ও কঙ্কালের হাড়গুলো উদ্ধার করে নিয়ে আসে। বারুইপুর থানা পুলিশ এই  সকালবেলায় মানুষের মাথা  খুলি কঙ্কাল হাড়গোড় গুলো কোথা থেকে এলো।

 কোন তান্ত্রিক ফেলে গেছে কিনা সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন