পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বজরং কমিটির উদ্যোগে বাৎসরিক বজরংবালী পূজো ও মহাযজ্ঞ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে । এই পূজো উপলক্ষে সেই দিন নন্দীগ্রাম এর টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম জানাকিনাথ মন্দির পর্যন্ত মহা র্যালির এর আয়োজন করা হয়েছে।
এই মহা র্যালিতে থাকবেন শুভেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলা সভা সভাপতি নবারুণ নায়েক, নন্দীগ্রাম এ তৃণমূলের রাম পুজা ও বজরং পূজো খ্যাত নেতা পবিত্র কর।
আগামীকাল বিপুল সংখ্যক মানুষের র্যালি হওয়ার কথা নন্দীগ্রাম এর টেঙ্গুয়া থেকে। এই র্যালি সাথে সাথে হবে মহাযজ্ঞ।