দিঘায় পর্যটকের প্রান বাঁচালো নুলিয়া

 


নুলিয়াদের তৎপরতায় প্রান বাঁচলো এক পর্যটকের।দুর্ঘটনার কবলে পড়া এই পর্যটকের নাম নেহা পাল চৌধুরী।বছর ১৭'র নেহার বাড়ি উত্তর ২৪ পরগনার জেলার পালাশী ,বীজপুর এর বাসিন্দা।

শনিবার পরিবারের সাথে দিঘায় ঘুরতে এসেছে। নিউ দিঘা ক্ষনিকাঘাটে স্নান করতে নেমে জলের মধ্যে অসুস্থ হয়ে ডুবে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে পড়লে,তড়িঘড়ি উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন