প্রদীপ কুমার সিংহ
বড়দিন উপলক্ষে এক ব্যবসায়ীর উদ্যোগে বারুইপুর স্টেশনের পাশে এলাকার প্রায় ২০০ জন দু:স্থ মানুষকে বসিয়ে ভুরিভোজ খাওয়ানো হয় ।
স্থানীয়দের থেকে জানা গেছে ওই ব্যবসায়ী বড়দিন ছাড়াও বিশেষ বিশেষ দিনে গরীব দুস্থ মানুষের পাশে খাদ্য বিতরণ করে। এই ব্যাবসায়ির বাড়ি সোনারপুর থানার অন্তর্গত কোদালিয়ায়। জানা গেছে এ দিন শুধু বারুইপুরে নয় মল্লিকপুর, সুভাষগ্রাম, সোনারপুর, গড়িয়া ইত্যাদি জায়গায় প্রায় ১১০০ জন দু:স্থ মানুষকে বসিয়ে আহার পরিবেশন করলেন।
এই খাদ্য ছিল মুরগির মাংস ও ভাত। তবে এই দু:স্থ মানুষেরা আজকে এই খাদ্য পরিষেবা পেয়ে খুবই খুশি।