দীপাবলী উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ নং ব্লকের গোপালপুরে (বনমালীচট্টা কাছে) সারাদিন, "কাঁথি লায়ন্স ক্লাবের" পরিচালনায় ও গোপালপুর
তরুণ সংঘের ব্যাবস্থপনায় "রক্তদান শিবির" এর আয়োজন করা হয় ।একই সাথে এদিনের শিবিরে "ব্লাড সুগার টেষ্ট", "ব্লাড গ্রুপ ডিটেকসান" করা হয়।
এই মেগা রক্ত বিষয়ক শিবিরটি পরিচালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুণ কান্তি মহাপাত্র, মার্কেটিং চেয়ারপার্সন তপন সাউ ও লিও ক্লাবের সদস্য সানদীপ নায়ক।
কাঁথি লায়ন্স ক্লাবের ব্লাড ডোনেশান কমিটির চেয়ারম্যান স্বপন পরিয়ারী জানিয়েছেন শিবিরে
রক্তদান করেছেন ১০৭ জন। বলেন এর মধ্যে মহিলা রক্তদাতা ছিলেন ৬২ জন।সুগার টেষ্ট ও ব্লাড গ্রুপ নির্নয় শিবিরে অংশ গ্রহন করেছিলেন ৭২ জন।
উৎসাহী বহু মানুষের সমাগমে এই মেগা শিবিরটি জমজামাট ছিল।