পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সাধারন ভোটারকে মারধর করার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।তৃনমূলের অভিযোগ বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই আচরন।পাশাপাশি ভোটারদের আটকাতে সোনাচূড়া এলাকায় ২৭৪ এবং ২৭৫ নম্বর বুথে যাওয়ার রাস্তার একটি কাঠের অস্থায়ী সেতু ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।
গড় চক্রবেড়িয়াতে সকাল থেকেই স্বাভাবিক ছন্দে ভোট গ্রহন চলছে।তৃনমূলের দাবি বেশীর ভাগ ভোট তাঁদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের দিকে যাচ্ছে আশংকা করেই এবার কেন্দ্রীয় জওয়ানদের দিয়ে উত্তেজনা তৈরীর ছক করেছে বিজেপি।২৩৫ নম্বর বুথে এক বয়স্ক ভোটারকে মারধর করে জওয়ানেরা।এই বৃদ্ধের পরিবারের লোকেরা জানিয়েছেন ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে গরমের কারনে রাস্তার ধারে বসে ছিলেন এই ব্যাক্তি।তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বিজেপির উস্কানিতে।
অপরদিকে শনিবার সাত সকালে ভোট শুরুর আগে হঠাৎ সোনাচুড়ার দুটি বুথের সংযোগকারী সেতুটি মাঝখান থেকে কাটতে শুরু করে এক দল দুষ্কৃতী। বুথে যাওয়ার রাস্তা বন্ধ করা হচ্ছে বুঝে গ্রামবাসীরা প্রতিবাদ জানালে দুষ্কৃতীরা তড়িঘড়ি কাঠের ব্রিজে আগুন লাগানোর চেষ্টাও করেন। খবর পেয়ে পুলিশ এসে পড়ায় রণে ভঙ্গ দেয় তারা। কিন্তু তত ক্ষণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে কাঠের সেতুটি। সেটি পেরিয়ে ভোট দিতে যাওয়া প্রায় অসম্ভব।
Tags
অপরাধ