স্বাস্থ্য সাথীতে কেন লাগবে আধার ও খাদ্য সাথী আইডি নম্বর ?

 


পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্মে আধার ও খাদ্য সাথী আইডি নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। পরিবারের প্রত্যেক সদস্যের আধার ও খাদ্য সাথী নম্বর প্রদানের যৌক্তিকতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের মুখ্য সচিবকে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিআই আইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। 

স্বাস্থ্য সাথী প্রকল্প আসলে বীমা প্রকল্প। যে কোন বীমা প্রকল্পে আধার ও খাদ্যসাথীর আইডি নম্বর লাগে না।এক্ষেত্রে বিশদ তথ্য গ্রহণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা মামুদ হোসেন।তাছাড়া অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ মহিলাদের নামে স্বাস্থ্য কার্ড প্রণয়নের বিষয়টি শিথিল করার দাবীও জানিয়েছেন সিপিআইএম নেতা মামুদ হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন