পথ ভিক্ষুকদের সুগার নির্নয় শিবির

 



পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ক্যানেলপাড়ে রাজদূত ব্যায়ামাগারের পুজা মন্ডপে শুক্রবার পথ ভিক্ষুকদের রক্তের সুগার নির্ণয় শিবিরের আয়োজন করা হয় ।শিবিরটি পরিচালনা করে কাঁথি লায়ন্স ক্লাব।সহযোগিতা করে কাঁথি চৌরঙ্গী লায়ন্স ক্লাব।

পথ ভিক্ষুক,স্থানীয় বাসিন্দা ও ব্যাবসায়ী সহ প্রায় ৫০ জন পুরুষ ও মহিলার রক্তের সুগার নির্নয় করা হয় ।চিকিৎস্যকদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা,কাঁথি পৌরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারীক তথা কাঁথি লায়ন্স ক্লাবের সদস্য ডাঃ  অনুতোষ পট্টনায়ক ও কাঁথি মহকুমা হাসপাতালের চিকিৎস্যক তথা কাঁথি লায়ন্স ক্লাবের সদস্যা ডাঃ নন্দিতা পট্টনায়ক।অন্যান্য বিশিষ্ট্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,কাঁথি চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি প্রমুখ।শিবিরটি পরিচালনায় সহায়তা করেন  রাজদূত ব্যায়ামাগারের সভাপতি ডাঃ শ্রীমন্ত বানিয়া ও সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা।




অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দুই লায়ন্স ক্লাব ও রাজদূত ব্যায়ামাগারের এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন ।শিবিরে যোগ দিয়ে খুশী পথ ভিক্ষুকেরাও

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন