শিশুরাই আগামী দিনের দেশের মেরুদন্ড। তা স্বত্বেও বর্তমানে শিশুদের অধিকার রক্ষায় আমরা এখনও পিছিয়ে। একথা মাথায় রেখে শিশুদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কাজলা জনকল্যাণ সমিতি শিশু অধিকার সপ্তাহের ৩য়, ৪র্থ ও ৫ম দিনে দেশপ্রান ব্লক,কাঁথি-১,কাঁথি-৩ ও রামনগর-১ও ২ নং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য/সদস্যা, মহিলা স্বনির্ভর গোষ্ঠী, সরকারী আধিকারিকগন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা ও ৭০০ অধিক স্থানীয় শিশু ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে আলোচনা,পোস্টারিং, র্যালি ও নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশু অধিকার সপ্তাহ সাড়ম্বরে পালন করা হয় ও শিশুদের মতামত গ্রহনের মাধ্যমে আগামী দিনে তাদের অধিকার রক্ষায় নানান পদক্ষেপ গ্রহন করা হয়ে থাকে। এছাড়া সমিতির কেন্দ্রীয় অফিসে সমিতি পরিচালিত তপোবন শিশু আবাসের আয়োজনে অভিভাবক, অঙ্গনওয়াড়ী কর্মী ও আশা কর্মীদের নিয়ে শিশু অধিকার ও শিশু দত্তক নেওয়ার বিষয়ে আলোচনা সভা হয়।
Tags
পশ্চিমবঙ্গ