ইন্দ্রজিৎ আইচ :- ২১ থেকে ২৩ সেপ্টেম্বর লিন্ডসে স্ট্রিটের আইএনআইএফডিতে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনের ফ্যাশন ডিজাইনিং এর বার্ষিক প্রদর্শনী। তাদের ছাত্র ছাত্রীদের এই প্রদর্শনীর উদ্বোধন করেন বলিউড ও টলিউড এর নায়িকা রিয়া সেন।
ছিলেন আইএনআইএফডির চেয়ারম্যান সুজান
মানতোষ , সংস্হার ম্যানেজিং ডিরেক্টর রাফেল মনতোষ এবং
আইএনআইএফডি এর লিন্ডসে স্ট্রিটের প্রধান মিথিলা রায় বর্মন।
অভিনেত্রী ও নায়িকা রিয়া সেন জানালেন আমি একসময় এখান থেকে ফ্যাশন ডিজাইনিং কিছু দিন শিখেছিলাম। এখন এই পেশায় বহু ছেলে মেয়েরা আসছে ও কেরিয়ারে উন্নতি করছে। এই সংস্থা সারা পৃথিবীতে খুব নামী। খুব যত্ন সহকারে এখানে ফ্যাশন ডিজাইনিং শেখানো হয়। ফিল্ম সিরিয়াল থেকে শুরু করে ফ্যাশন শো সবেতেই এই ফ্যাশন ডিজাইনার দের গুরুত্ব অপরিসীম।
সংস্থার প্রধান মিথিলা রায় বর্মন জানালেন প্রতি বছরের মতন ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ১১ টা থেকে ৬ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সারা পৃথিবীতে আমাদের ৬০ টি ব্রাঞ্চ আছে। ২৫ বছর ধরে আমরা ফ্যাশন ডিজাইনিং এর ট্রেনিং দিয়ে আসছি বিভিন্ন ছাত্রছাত্রীদের।
Tags
রূপচর্চা