পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বৃহস্পতিবার হলদিয়া শোধনাগার পরিদর্শন করেন। রাজ্যপালকে সিআইএসএফ জওয়ানেরা গার্ড অফ অনার প্রদান করেন। ইন্ডিয়ান অয়েল এর পরিচালক
শুক্লা মিস্ত্রি,অতনু সান্যাল প্রমুখ আধিকারিকদের পাশাপাশি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।
এই পরিদর্শন অনুষ্ঠানকে স্মরনীয় করে রাখতে হলদিয়া শোধনাগার চত্বরে একটি বৃক্ষ রোপন করেন রাজ্যপাল।তাঁর হাতে পুনর্ব্যবহৃত কাপড় থেকে তৈরি একটি জ্যাকেট উপহার হিসাবে তুলে দেয়
হলদিয়া শোধনাগার কর্তৃপক্ষ।
"ভারতের শক্তি" হিসাবে জাতিকে পরিবেশন করার জন্য ইন্ডিয়ান অয়েলের কাজের প্রশংসা করেছেন রাজ্যপাল। বলেছে যে আমরা ইন্ডিয়ানঅয়েল এর খ্যাতির জন্য গর্বিত ।
Tags
পশ্চিমবঙ্গ