শতাব্দী প্রাচীন কাঁথি ক্লাব পরিপোষিত কাঁথির অনন্য শিশু-কিশোর প্রতিষ্ঠান কাঁথি শিশুমহলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার যোগ দিবস উদযাপিত হল। এক বৈকালিক অনুষ্ঠানে
কাঁথি ক্লাব কলা মঞ্চ সংলগ্ন মাঠে 'শান্তি মন্ত্র' পাঠের মাধ্যমে যোগ অভিপ্রদর্শনীর সূচনা হয়। প্রথম পর্বে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন যোগ-কৌশল প্রদর্শন করে। যোগ
সংক্রান্ত বিভিন্ন তথ্য সহ উপকারিতা ব্যাখ্যা করে যোগ-অভিপ্রদর্শনীর পরিচালনা করেন প্রশিক্ষক দিব্যেন্দু ভূঞ্যা, সিতেশ পণ্ডা, প্রশিক্ষিকা সুনীতা দে সাঁতরা,পাপিয়া বর্মন,মহুয়া পণ্ডা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রশিক্ষক দিব্যেন্দু ভূঞ্যার পরিচালনায় অভিভাবিকাবৃন্দ কমন যোগা প্রোটোকলের অন্তর্গত যোগাসন ও প্রাণায়াম অভিপ্রদর্শন করেন। সহযোগিতায় ছিলেন প্রশিক্ষিকা
পাপিয়া বর্মন ও সুমতি বর্মন। তৃতীয় পর্বে কাঁথি শিশুমহলের অভ্যন্তরীণ প্রতিযোগিতার যোগাসন সহ ড্রিল, পিটি, প্যারেড, ব্রতচারী আবৃত্তি, অংকন, সঙ্গীত, রাখি তৈরি,বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ
শিক্ষার্থী প্রভৃতি বিষয়ে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অভিভাবিকাদের জন্য আয়োজিত রাখি তৈরি প্রতিযোগিতায় কৃতী অবিভাবিকাদেরও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন
সংস্থার বর্ষীয়ান সদস্য সর্বজন অনিল কুমার মিশ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুমহলের সহ-সভাপতি নিশীথ রঞ্জন মাইতি, কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি, সম্পাদক
কৃষ্ণেন্দু মাইতি, প্রশিক্ষক দেব কুমার দাস, দীপক রক্ষিত, প্রমথেশ মণ্ডল, বেলাল উদ্দিন, পরিচালন সমিতির সদস্য ছবি গিরি, ভাগ্যধর বেরা, যূথিকা মণ্ডল, কৃষ্ণা পয়ড়্যা, সুব্রত
Tags
খেলা