।। তৃনমূলের টিকিট টাকার বিনিময়ে বিলি,অভিযোগ উপ প্রধানের ।।

পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে।প্রার্থীদের মনোনয়ন জমা ও প্রত্যাহার হয়ে গেছে ।তারপরেও পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে কমছেনা শাসক দল তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 
উলটে নিত্যদিন প্রকাশ্যে আসছে তৃণমূলের কোন্দলের ছবি। পটাশপুর দু'নম্বর ব্লক তৃনমূলের সহ সভাপতি স্বপন মাইতির বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থীর টিকিট দেওয়ার অভিযোগ 
তুললেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। 

পটাশপুর দু'নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি স্বপন মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল পরিচালিত আড়গোয়াল অঞ্চলের উপপ্রধান অপরেশ সাঁতরা।
 দলীয় কর্মসূচি থেকে দলর সহ সভাপতির বিরুদ্ধে স্লোগান দেয় অপরেশ অনুগামীরা। অপরেশ সাঁতরার অভিযোগ তৃণমূল নেতা স্বপন মাইতির হস্তক্ষেপে পঞ্চায়েত ভোটে তৃনমূলের প্রার্থী
 বাছাইয়ে বেনিয়ম করা হয়েছে। শুধু তাই নয় স্বপন মাইতির বিরুদ্ধে আর্থিক তছনছেরও অভিযোগ তোলেন অপরেশ সাঁতরা। 

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পটাশপুর দু'নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি স্বপন মাইতি বলেন, প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তার হাতে ছিল না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন