প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত
চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকদিন আগে এক বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েনের বাড়িতে মনোনয়ন পত্র প্রত্যাহারের
জন্য তার বৃদ্ধা মায়ের হাতে সাদা থান(কাপড়), রজনীগন্ধা ফুলের মালা ও মিষ্টি দিয়ে আসার অভিযোগ উঠেছিল এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
তার জের কাটতে না কাটতেই ওই একই গ্রাম পঞ্চায়েত এলাকার গাববেড়িয়া গ্রামের ২৪০ নম্বর বুথের (গ্রাম সংসদের) তৃণমূল প্রার্থী পারমিতা মন্ডলের
ভোটারদের হুমকী দেওয়ার ভিডিও সোস্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হল।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে যে সাধারণ ভোটারদেরকে ভোট প্রার্থনা করতে গিয়ে ওই তৃণমূল প্রার্থী বলছেন,নেত্রীর হাত শক্তিশালী
করার জন্য ভোট যেন একটাও বাইরে না পড়ে।সব দিদির ব্যালট বাক্সে যেন পড়ে।সেই জন্য বলছি ভোট দেখিয়ে দেবে। আর এবছর ব্যালট বাক্স মাঠে
নিয়ে চলে আসব। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।
ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধী দল গুলি। যদিও পারমিতা দেবী এই ভিডিও সম্পর্কে তার সাফাই দিয়ে বলেন তাঁকে ও
তাঁর দলকে সাধারন মানুষের কাছে হেয় করার জন্যে ফেক ভিডিও তৈরি করা হয়েছে।তাঁর অভিযোগ এর পেছনে বিরোধীদের পাসাপাশি তৃণমূল দলের
একাংশ এই ঘটনায় জড়িত আছে।
বিজেপি সিপিএম ওই ভিডিওকে হাতিয়ার করে শাসক দল ও প্রার্থীর তীব্র সমালোচনা করেছেন।আশঙ্কা করছেন পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানো থেকে
ভোট লুঠ সবই করতে চায় তৃণমূল।যদিও ওই তৃণমূল প্রার্থী পারমিতা মন্ডলের পাশেই রয়েছে দলের নেতৃত্ব।
বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন পারমিতা মন্ডলের কথা বিকৃতি করা হচ্ছে। ও বলেছিল মাঠে
Tags
কলকাতা