প্রদীপ কুমার সিংহ :- ক্যান্সারের চিকিৎসার টাকা জোগাড় করতেই ডাকাতির ছক। নরেন্দ্রপুরের মিশনপল্লীতে বাড়িতে একলা বৃদ্ধের হাত ও মুখ বেঁধে ডাকাতির ঘটনার
তদন্তে নেমে এমনই তথ্য সামনে এল পুলিশের। ঘটনার মুলচক্রী স্বর্ণদ্বীপ ভট্টাচার্য সোনারপুর থানা এলাকার বাসিন্দা।
মিশনপল্লী এলাকার বাসিন্দা বৃন্দাবন সিংহ রায়ের বাড়িতে বিগত ১০ বছর ধরে গাড়ি চালাচ্ছেন তিনি। কার্যত বাড়ির ছেলে হয়ে উঠেছিলেন তিনি। তার
স্ত্রী ও সন্তানকে নিয়েও এই বাড়িতে যাতায়াত ছিল। যে কোনো বিপদে বা আর্থিক সমস্যায় পড়লে স্বর্ণদীপ সাহায্য চাইত। বাড়ির গৃহকত্রী তাকে সাহায্যও
করতেন বলে জানা গিয়েছে। মাঝেমধ্যেই তাকে টাকা ধার দিয়েছেন তারা। কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হন স্বর্ণদ্বীপ। ইতিমধ্যে তাকে চারটি কেমোও
নিতে হয়েছে।
সম্প্রতি তার আরও একটি কেমো নেওয়ার কথা। তারজন্যই টাকার প্রয়োজন ছিল৷ বৃন্দাবন সিংহের কাছ থেকে টাকাও চান। কিন্তু টাকা দিতে রাজী হননি
তারা। কারণ তাদের একটি নির্মানকার্যে হাত দিয়েছেন। ফলে রাজমিস্ত্রী পেমেন্টের জন্য বাড়িতে কিছু টাকাও ছিল। যা জানত স্বর্ণদ্বীপ। সেই তার এক বন্ধুকে
সাথে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। স্বর্নদ্বীপ ছাড়াও আরও তিনজন এই ঘটনায় জড়িত আছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ২ জন গ্রেফতার হয়েছে।
Tags
অপরাধ