নিউ টাউন এ শুরু হলো বৈশাখী মেলা



                       ইন্দ্রজিৎ আইচ


এই প্রথম নিউ টাউন ক্লক টাওয়ার গ্রাউন্ডে শুরু হলো বৈশাখী মেলা । বাংলার নতুন বছরের প্রথম দিনে এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী সুজিত বসু, 

নিউ টাউন এর বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, তবলা বাদক মল্লার ঘোষ, মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামী ও নাট্য অভিনেতা গৌতম হালদার। সকলেই তাদের ভাষণে বাংলার নতুন বছরে বৈশাখী মেলার সার্বিক সাফল্য কামনা করেন।


 মেলায় যেমন প্রতিদিন চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রান্না, আলপনা প্রতিযোগিতা, অনেক ধরনের স্টল। সব বয়সের মানুষ এই মেলায় সামিল হয়েছিলো।সবমিলিয়ে নিউ টাউন বৈশাখী মেলা জমজমাট এইটুকুই বলা যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন