তীব্র গরমে জ্বলছে বাংলা। চলছে তাপপ্রবাহ। রেহাই পেতে একফোঁটা বৃষ্টির জন্য চাতকের মতো তাকিয়ে রয়েছে বঙ্গবাসী।এই পরিস্থিতিতে প্রয়োজনীয় কাজে রাস্তায় বেরানো সাধারন মানুষকে ঠান্ডা জল খাওয়ালো হলদিয়ার পুলিশ।
সোমবার তীব্র তাপদাহ উপেক্ষা করে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়া ট্রাফিক ওসির সুরজিৎ চক্রবর্তী উদ্যোগে ট্রাফিক পুলিশের তরফে গাড়ির চালক,পথচলতি মানুষদের জলের বোতল এবং ওআরএস তুলে দেওয়া হয়।
হলদিয়া পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ীর ড্রাইভার,পথ চলতি মানুষেরা।