ইন্দ্রজিৎ আইচ
কলকাতা প্রেস ক্লাবে পয়লা বৈশাখের দিন প্রকাশিত হলো শিক্ষাবিদ ও কবি অনিশ কাঞ্জিলাল এর ১১ টি কবিতা নিয়ে কাব্য গ্রন্থ " ইলেভেন ওরাকেলস "। এই ইংরেজি কবিতার বইটি প্রকাশ করেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
তিনি বইটি উদ্বোধন করে বলেন কবিতা আমি পড়তে ভালবাসি। একজন শিক্ষক যিনি ইংরেজি পরান ও কবিতাও চর্চা করেন এটা যেমন আমার কাছে আনন্দের ও আবেগের তেমন ইংরেজি সাহিত্য চর্চা যারা করেন তাদের এই বইটি খুব প্রয়োজন হবে।
সাংবাদিক সন্মেলনে কবি অনিশ কাঞ্জিলাল জানালেন এই বইটি তার দ্বিতীয় বই। হোয়াইট ফ্যালকন প্রকাশনা থেকে। এই বইতে ১১ টি কবিতা আছে। যেগুলো লেখা হয়েছে সাত বছর ধরে। নারীদের জীবন, তাদের ওপর অত্যাচার, মানুষের সঙ্গে সন্তান এর সম্পর্ক, রোমান্টিক বা প্রেমের কবিতা এই বইতে স্থান পেয়েছে।বইয়ের দাম ১৯৯ টাকা।
এই বইতে বিভিন্ন ছবি এঁকেছেন আমার দুই ছাত্রী মুস্কান ও স্রাবরি আমার প্রথম বই প্রকাশিত হয় ১৩ টি কবিতা নিয়ে ফেক্লেস থার্টিন। পরবর্তী সময় ইচ্ছে আছে নোবেল লেখার।