গভীর রাত্রে ভগবানপুরে তৃনমূল কার্যালয়ে আগুন

 




পঞ্চায়েত নির্বাচনের আগে উতপ্ত হয়ে উঠছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানপকার এক্তারপুরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালযয়ে শনিবার গভীর রাত্রে কেউ আগুন লাগিয়ে দেয় ।ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 


 এক্তারপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের খবরভপেয়ে গভীর রাতে ঘটনায়  চলে আসে ভূপতিনগর থানার পুলিশ। এলাকার তৃণমূল কর্মীরা বাড়ি থেকেই জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দলীয় কার্যালয়টি। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 





জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ জানার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাঁদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। বোম ও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।


বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন,  “ভগবানপুর বিধানসভার মানুষ বিধানসভা ভোটে বিজেপিকে আশীর্বাদ করেছেন। পঞ্চায়েত ভোটে পরাজয় নিশ্চিত জেনে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করছে তৃণমূল নেতাদের কেউ কেউ।” তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন কীভাবে লাগল, তার সঠিক তদন্ত করবে পুলিশ। তবে, তদন্তের নামে মিথ্যা অভিযোগে বিজেপি কর্মীদের হেনস্থা করা যাবে না বলে তাঁর দাবি।


এর আগে জানুয়ারি মাসে  পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি  এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগে। তার পিছনেও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। আগুনে ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র। পুড়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। টেবিল, চেয়ার, বেঞ্চ-সহ দুটি সিলিং ফ্যানও পুড়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দা ও বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা আগুন নেভানোর কাজে হাত লাগান। এর পর তমলুকের একটি দমকলের ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরপর এভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।তৃনমূলের অভিযোগ বিজেপি পরিকল্পিত ভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা চালাছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন