ইচ্ছেডানার উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ



আবারো মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ইচ্ছেডানা ।মেদিনীপুরের  অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেডানার  সদস্য-সদস্যরা রবিবার বিকেলে উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের  কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুতুরিয়া গ্রাম ও কর্ণগড় মন্দিরের পিছনে বাজারপাড়া ও শৈলী গ্রামে । 

সেখানে তাঁরা বেশ কিছু দরিদ্র মানুষের হাতে তারা কম্বল ও মাস্ক তুলে দেন । ইচ্ছেডানার বহুবিধ সমাজসেবা মূলক  কর্মসূচির অঙ্গ হিসেবে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইচ্ছেডানার সভানেত্রী সঙ্ঘমিত্রা জানা, সম্পাদিকা সুস্মিতা কুণ্ডু, সহ- সম্পাদক গৌতম দেব প্রমুখ। 

এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ্তা মহাপাত্র, সুতপা সাহা, সুব্রত দাস, গার্গী মিত্র, স্বাগতা সাহা, মানস দে, ঝুমু কর্মকার, মধুরীতা জানা প্রমুখ সদস্য-সদস্যাবৃন্দ। ইচ্ছেডানার এই কাজে "জঙ্গল মহল উত্তরণ" সংস্থার  কর্ণধার জগন্নাথ পাত্র বিশেষ ভাবে সহযোগিতা করেন। 

উল্লেখ্য দিন কয়েক আগেই শালবনী ব্লকের বেশ কিছু শিশু-কিশোরের হাতে ইচ্ছেডানার পক্ষ থেকে সোয়েটার তুলে দেওয়া হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন