পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১২ নং ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর জয়ন্ত সাউ'র নামে কাটমানির পোস্টারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার সকালে কাউন্সিলর জয়ন্ত সাউ'র নামে কাটমানির পোস্টারকে ঘিরে এগরা শহরে শোরগোল পড়ে যায়। এবারের পুরভোটে এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়লাভ করে জয়ন্ত সাউ। তারপর থেকেই এগরা পুরসভায় দেখে এসেছে নানান চাপানউতোর। খোদ পুরপিতা বিপরীত গোষ্ঠী বলেই জয়ন্ত সাউ এলাকায় পরিচিত।
এদিন ১২ নং ওয়ার্ড জুড়ে বিভিন্ন জায়গায় আবাস যোজনার দুর্নীতির কাটমানি নিয়ে একাধিক পোস্টার পড়ে কাউন্সিলর জয়ন্ত সাউর নামে। এবিষয়ে বিরোধীদের দাবী তৃণমূলের সবাই চোর। শুধু আবাস যোজনা নয় সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তবে কাউন্সিলর জয়ন্ত সাউ জানিয়েছেন, তিনি জেতার পরেই ১২ নং ওয়ার্ডে ব্যাপক উন্নতি হয়েছে। তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। কেউ বা কারা তাঁকে কালিমালিপ্ত করতেই এমন কাজ করেছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ।