দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী

 



মঙ্গলবার দিঘার কর্মীসভা থেকে  নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী।  উল্লেখ্য, করোনাকালের আগেই শুরু হয়েছিল এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ। তবে অতিমারির জন্য সেই কাজ স্থগিত ছিল দীর্ঘ দিন। 


রেল স্টেশনের কাছে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ হবে।সেখানেই কেমন হবে মূর্তি বা মন্দিরের আচার, তা নিয়ে পরিকল্পনার কথা বলেন। 



 মুখ্যমন্ত্রী বলেন, জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ হবে মার্বেলের। পুরীর জগন্নাথ মন্দিরের মতো প্রতিদিন দিঘার মন্দির থেকেও ধ্বজা ওঠানো হবে। আরও বলেন, পর্যটনে বিশেষ জোর দিচ্ছে সরকার। উল্লেখ্য, দিঘাকে ঢেলে সাজানো মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট। ইতিমধ্যেই হয়েছে সৌন্দর্যায়ন, মেরিনড্রাইভ। সরকারি উদ্যোগে হচ্ছে তাজপুর পোর্ট। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন