প্রদীপ কুমার মাইতি
স্কুলের মিড ডে মিলের রাধুনিদের নিজেদের মধ্যে হাতাহাতি,বিক্ষোভ,গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়ালো বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাই স্কুলে।
মহারাজ নন্দকুমার হাই স্কুলে দুই দলের রাঁধুনীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয় আর তা হাতাহাতিতে পৌঁছয়। আর তা স্কুলের প্রধান শিক্ষকের সামনেই হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নন্দকুমার থানার পুলিশ ।তাদের হস্তক্ষেপেই বিক্ষোভ তুলে নেয় মিডডেমিলের রাঁধুনীরা।
আন্দোলনকারীদের অভিযোগ অন্য গোষ্ঠীর রাধুনিরা মিডডে মিলের রান্না করতে বিদ্যালয়ে দেরি করে আসে এবং রান্নার জিনিসপত্র চুরি করে।তা নিয়েই আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখায় মিডডে মিলের অন্য গোষ্ঠীর রাধুনীরা।