অদ্যাপিঠ মন্দিরে সাড়ম্বরে উদযাপিত হলো কুমারী পুজো

 




       ইন্দ্রজিৎ আইচ


প্রতি বছরের মতন বুধবার,৩০  মার্চ সকালে দক্ষিণেশ্বর আদ্যা পিঠ মন্দিরে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। 


এক সাংবাদিক সম্মেলনে এই মন্দিরের প্রধান ব্রহ্মচারী মুরালভাই জানালেন প্রতিবছর এর মতন এবার ও ২০০০ হাজার কুমারীদের মাতৃ রূপে পুজো করা হলো। ১০৮ বছর ধরে এই পুজো হয়ে আসছে। আজ ১০৯ তম পূর্ন হলো। ৯ থেকে ১২ বছরের কুমারীদের পুজো করা হয়।তাদের মধ্যে আজ আদ্যামা বিরাজ করেন। 


পুজোর পর  তাদের ফল, প্রসাদ, মিষ্টি, ভোগ খাওয়ানো হয়।


বলেন আমরা আড়াই হাজার গরীব, দুস্থ মানুষদের প্রতিদিন প্রসাদ খাওয়াই। আমি সারা বছর বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াই। আমাদের সারা পৃথিবী থেকে ডোনেশন আসে। সেই মানুষের দান থেকে আমাদের মন্দির চলে। সবই মায়ের আশীর্বাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন