বজরঙ্গবলীপুজো উপলক্ষে গীতাদান ও বস্ত্রবিতরণ

 



 পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী থানার অন্তর্গত বেগুনাবাড়ী এলাকায় অনুষ্ঠিত হলো গীতাদান ও বস্ত্রদান অনুষ্ঠান। এই  অনুষ্ঠান  হিন্দুসমাজ কল্যাণ সমিতির মাধ্যমে  আয়োজন করা হয়ায়। পরিচালনা করেন "রামসেনা" সদস্যবৃন্দ। 


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুসমাজ কল্যাণ সমিতির সভাপতি  সৌরভ শাসমল , কেন্দ্রীয় কমিটির সদস্য  গোপাল দেবনাথ ,  চন্দর বেরা প্রমুখ।




এই অনুষ্ঠান থেকে গীতা দান করা হয়।সেই সাথে এলাকার অসহায় মহিলাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন