বিশ্ব নবী দিবসে একগুচ্ছ কর্মসূচি

 




বিশ্ব নবী দিবস  (ঈদ মিলাদুন্নবী) উপলক্ষে  গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত  বড় দারুয়া হাল বস্তির সভাগৃহে একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 এলাকায় একশোর বেশি কচি- কাঁচা ও মহিলারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইসলামিক নাত, গজল ,প্রতিযোগিতার হয়। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সহ অনুষ্ঠানে সকল প্রতিযোগিতা কে হাল বস্তির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই নাত গজল  অনুষ্ঠান পরিচালনা করেন কারী নাসির সাহেব,  মাওলানা নাজিম উদ্দিন বিশ্বাস, অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী সভা ও বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা (দেওয়া) সভা আয়োজন করা হয়। 

এই পুরস্কার বিতরণী  উপস্থিত ছিলেন বড় দারুয়া হল বস্তির মহল্লাদার সেক শামসুদ্দিন রহিম, সদ্দার সেক হাসান আলি, প্রাক্তন মহলাদার সেক আনাস  উদ্দিন,সেক নজরুল উদ্দিন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানে বস্তির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। এবং সকল বস্তির সদস্যদের বাড়ি বাড়িতে বিশেষ  প্রসাদ (সিন্নি ) বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন