প্রদীপ কুমার সিংহ
বৃহস্পতিবার সকালে বারুইপুর থানার সামনে রাখা কয়েকটি আটক মোটরবাইক,থানার কর্মীদের বাইক ও টাটা সুমো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
বারুইপুরে এসডিপিও ইন্দ্র বদন ঝাঁ সাংবাদিকদের বলেন বুধবার রাতে বারুইপুর থানার অন্তর্গত কাটাখাল এলাকা থেকে বেশ কিছু নিষিদ্ধ বাজি, ও বাজির সামগ্রীর তিনটে ড্রাম উদ্ধার করে নিয়ে আসে বারুইপুর থানায়। মনে করা হচ্ছে সেই ড্রামে সূর্যের তাপ লেগে বিস্ফোরণ হয় ।
এই বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লাগে। বিস্ফোরণে এত তীব্রতা ছিল পাশে থানা অফিসারদের ঘরের জানলার কাঁচ ভেঙে টুকরো হয়ে যায়। আগুনের লেলিহান শিখা প্রায় ২৫ থেকে ত্রিশ ফুট উপরে ওঠে।
প্রথমে বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়ের নেতৃত্বে থানার কর্মীরা আগুন নেভানোর কাজ করে ।বারুইপুরে এসডিপিও ইন্দ্র বদন ঝাঁ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বোলপুর থানায় আসেন ।
অভিযোগ দমকল দফতরের খবর দেওয়ার এক ঘন্টা পরে দ্মকল ঘটনাস্থলে আসে এবং তারা আগুন নেভানোর কাজে সাহায্য করে।
দমকল আধিকারিক সাংবাদিকদের বলেন ১৮ টা বাইক ও একটি টাটা সমূহ এই আগুনে ভস্মীভূত হয়েছে তবে এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি আগুনটা লাগলো কি করে । হতাহতের কোন খবর নেই