কাজলা জনকল্যাণ সমিতির শারদ উৎসব

 



কাজলা জনকল্যাণ সমিতির আয়োজনে আজ সমিতিতে শারদ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার পন্ডা, কোষাধ্যক্ষ প্রণয় কুমার পাল এছাড়া পরিচালক মন্ডলীর সদস্য সদস্য!বৃন্দ প্রমূখ। 



সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও চক্ষু পরীক্ষা শিবির , দেওয়াল পত্রিকা প্রকাশ দিয়ে উৎসবিকে সুচারে রূপে সাজানো হয়। দেওয়াল পত্রিকা শুভ উদ্বোধন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ কম-ছাত্রী অভিভাবক/ অভিভাবিকা কর্মীবৃন্দ!  অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডাক্তার সুকৃতি পন্ডা ও সৃজন পন্ডা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন