কোলাঘাটে পূজা মডপের উদ্বোধক শুভেন্দু

 



পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নারায়ণ পাকুড়িয়া মুড়াইল শ্রীদুর্গা মিলন সংঘের পূজা মডপের উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


তাঁদের এ বছরের থিম প্লাস্টিক বর্জন, তাই হোগলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ।যা এবছর নজর কাড়তে চলেছে বলে প্রাথমিক অনুমান।


মন্ডপের ফিতা কেটে,মায়ের পায়ে পদ্মফুল নিবেদন করেন শুভেন্দু অধিকারী। তারপর মঞ্চে তাঁকে বরন করে নেওয়া হয়। ফুল ছড়িয়ে সম্বর্ধনার মধ্য দিয়ে বরন করা হয়।মঞ্চ থেকে পূজোর শুভেচ্ছা‌ সহ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই ডাক দেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন