ভাঁইটগর নাচিন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সাধারন সভা

 



পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক প্রাইভেট লিমিটেড এর অন্তর্গত  ভাঁইটগর নাচিন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ ৪৮ তম সাধারণ সভা হল ।


শুক্রবার এই সভার উদ্বোধন করেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্কের  চেয়ারম্যান সুপ্রকাশ গিরি।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান পার্থ সারথি দাস, বলাগেড়িয়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাংক এর ডাইরেক্টর বিকাশ চন্দ্র বেজ,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি  মিতারানী সাউ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন