পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসাবে পটাশপুরের বিধায়ক উত্তম বারিক সোমবার শপথ নিলেন। এদিন দুপুরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অফিসে শপথ গ্রহন তিনি। সেই উপলক্ষে সেরপুর এতোয়ারিবাড় সংলগ্ন রুপশ্রী সিনেমা সংলগ্ন রাস্তায় সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে পথ চলতি মানুষদের মিস্টি বিলি করা হয় ।
জানা গেছে তৃনমূলের শিক্ষক নেতা ইমরান আলি খানের উদ্যোগে পথ চলতি মানুষদের মিষ্টি মুখ করানো হয় ।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেক সাত্তার,কাঁথি পৌরসভার কাউন্সিলর অতনু গিরি, নিরাঞ্জন মান্না, শ্রমিক নেতা চন্দ্রশেখর রায় ,পঞ্চায়েত সদস্য নীলরতন পট্টোনায়ক সহ অনান্য নেতৃত্ব।
Tags
ফিচার