মাতৃ পক্ষ সূচনার পরের দিন জামিন পেলেন কাঁথি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা আদালত কোন শর্ত ছাড়াই দিলীপ বেরাকে জামিন দিয়েছে বলে তাঁর আইনজীবিরা জানিয়েছেন।
রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন রাঙামাটি শ্মশান সংলগ্ন জমিতে স্টল নির্মাণ নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা।
কাঁথি পৌরসভার বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ জুন কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও কাঁথি পুরসভার সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালত থেকে তদন্তে স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতে নেয় কাঁথি থানার পুলিশ। স্বাভাবিক কারনে এই দুর্নীতিতে নাম উঠে আসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি সাংগঠনীক জেলা বিজেপি সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী। ঘটনা তদন্তে নামে কাঁথি থানার পুলিশ আধিকারিকরা। পুনরায় বৃহস্পতিবার আবারও পুরসভার ঠিকাদার ও সহকারী ইঞ্জিনিয়ার কাঁথি আদালতে হাজির করে পুলিশ।
কাঁথি আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উমা ব্যানার্জি সিংহ রায় এজলাসে মামলা উঠেন।কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে পুনরায় হেফাজতে চেয়ে আপিল করে। আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারক কাঁথি পুরসভা সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে ৫ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। পুরসভার ঠিকাদার সতীনাথ দাস অধিকারীকে ২ হাজার টাকা ব্যক্তিগত বণ্ডে জামিনের মুক্তি দেন। তাছাড়াও শর্ত দেয় সপ্তাহে একবার করে কাঁথি থানায় হাজিরা দিতে হবে।
এর পর ফের ১৯ জুলাই কাঁথি আদালতে দিলীপ বেরাকে হাজির করলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেয় ।এরপরেই কলকাতা উচ্চ আদালতে জামিনের আবেদন করেন সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা ।
এরপরে কলকাতা উচ্চ আদালতে বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে শুনানি হয় ।এরপরেই কাঁথি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরার জামিনের আবেদন খারিজ করে বিচারপতি।আগামী নভেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।
সৌম্যেন্দু অধিকারী ঘনিষ্ট শ্মশানের জমিতে বে আইনী ভাবে স্টল নির্মান কান্ডে অভিযুক্ত সহকারী ইঞ্জিনিয়ারের আইনজীবি রামকৃষ্ণ পন্ডা জানিয়েছেন অ্যাডিশনাল ড্রিস্টিক্ট সেশন জাজ স্পেশাল কোর্ট এর বিচারক এজলাসে ফের জামিনের আবেদন করা হয় । এর পরেই জামিন মঞ্জুর করেছেন।জানা গেছে অভিযুক্ত সহকারী ইঞ্জিনিয়ারের হয়ে রামকৃষ্ণ পন্ডা ছাড়াও আইনজীবি কৌস্তবকান্তি জানা,কল্লোল দাস আনন্দ দাস,সম্রাট সিংহ আদালতে সাওয়াল করেন