রাজ্যপালের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের দাবী

 



রাজ্যের বহুচর্চিত ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ মঞ্জুর করে কাজ শুরুর দাবিতে আজ পশ্চিম বঙ্গের রাজ্যপাল লা গনেশের কাছে স্মারকলিপি দিল  ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।স্মারকলিপিতে এ ব্যাপারে তৎপর হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। 


কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গত ১৯  জুলাই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের  মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও দপ্তরের প্রধান সচিব পঙ্কজ কুমারকে দিল্লীতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে দপ্তরের সিনিয়র জয়েন্ট কমিশনার(ফ্ল্যাড ম্যানেজমেন্ট) রাকেশ তোতেজা সম্প্রতি আমাদের একটি চিঠি দিয়ে জানিয়েছেন, এখনো এ ব্যাপারে কোন অর্থ মঞ্জুর করা হয়নি। ইন্টার মিনিস্টিরিয়াল কমিটির সিদ্ধান্তের পর এ ব্যাপারে অর্থ মঞ্জুর করা হবে। 

প্রসঙ্গত উল্লেখ্য,কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের এ্যাডভাইসারি কমিটির ছাড়পত্র পাওয়ার পর স্কীমটি  ফ্ল্যাড ম্যানেজমেন্ট এন্ড বর্ডার এরিয়া প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটিরও ছাড়পত্র পেয়েছে প্রকল্পটি। এজন্য প্রকল্পের ব্যয় কেন্দ্র এবং রাজ্য উভয়। সরকারই বহন করবে বলে সম্মত হয়েছে।


 নারায়ণবাবুর দাবী আমরা চাই দ্রুত কেন্দ্রীয় ও রাজ্য সরকার অর্থ মঞ্জুর করে আগামী বর্ষার পূর্বে প্রকল্পটির রূপায়নে হাত দিক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন