দুয়ারে স্বাস্থ্য পরিষেবা কাঁথি পৌরসভারঃশুভেচ্ছা জানালেন মৎস্যমন্ত্রী অখিল গিরি



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করতে এবং রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির ইচ্ছাকে বাস্তবায়িত করতে এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি গ্রহণ করল কাঁথি  পৌরসভা ।কাঁথি লায়ন্স ক্লাবকে সাথে নিয়ে পৌরসভার ২১টি ওয়ার্ড জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।   দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর দিন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কাঁথি পৌরসভার পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী ।কাঁথি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানা পুকুর পাড়ে ইন্দিরা ক্লাবের সহযোগিতায় স্থানীয় আইসিডিএস কেন্দ্রে এই প্রকল্পের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  পৌরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসক তথা ইন্দিরা ক্লাবের সম্পাদক সুপ্রকাশ গিরি,





 পৌর স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাঃঅনুতোষ পট্টনায়ক, কাঁথি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নন্দিতা পট্টনায়ক, নাক কান গলা বিশেষজ্ঞ তথা লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ বিশ্বজিৎ সামন্ত,চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি,সমাজসেবী রীতম দাস মহাপাত্র,কল্লোল ঘোষ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি তথা  পৌরসভার  হেলথ কো-অর্ডিনেটর সুস্মিত মিশ্র ।






পৌর স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাঃঅনুতোষ পট্টনায়ক সকল পৌর নাগরিকের কাছে আরো বেশী করে  স্বাস্থ্য পরিষেবা পৌঁচ্ছে দিতেই এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। ২১টি ওয়ার্ড জুড়ে এই  শিবির হবে।এখানে  প্রত্যেকের ব্লাড প্রেসার, ব্লাড সুগার এবং চক্ষু পরীক্ষা করা হয় এবং সেই সঙ্গে করোনার বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে ।

পৌরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসক তথা ইন্দিরা ক্লাবের সম্পাদক সুপ্রকাশ গিরি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ রাজ্যের প্রতিটি মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই  তিনি সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন ।কারণ করোনা আবহে মানুষের সুস্থ থাকাটা এখন বড় চ্যালেঞ্জ। কাঁথি পৌরসভা তাই কাঁথি লায়ন্স ক্লাবকে সাথে নিয়ে  প্রতিটি ওয়ার্ড জুড়ে দফায় দফায় এই ধরনের স্বাস্থ্যশিবিরের আয়োজন করছে।   

পৌর প্রশাসক  হরি সাধন দাস অধিকারী তাঁর ভাষণে কাঁথি লায়ন্স ক্লাবকে শুভেচ্ছা জানান ।তিনি বলেন পৌর এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পরিষেবা পৌঁছে দিতে কাঁথি পৌরসভার আহ্বানে যেভাবে সমাজসেবী সংগঠন এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তা প্রশংসার যোগ্য।  

 ব্যস্ততার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও পরে  এই শিবিরে আসেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি ।তিনি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি নিজের ভাষণে কাঁথি লায়ন্স ক্লাব ও কাঁথি পৌরসভার ভূয়সী প্রশংসা করেন  ।তিনি বলেন পৌর এলাকার সাধারণ নাগরিকদের পাশে দাঁড়াতে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা নজিরবিহীন ।দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই মেগা কর্মসূচির সূচনা হওয়ায় তিনি সকল আয়োজককে সাধুবাদ জানিয়েছে ।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি তথা  পৌরসভার  হেলথ কো-অর্ডিনেটর সুস্মিত মিশ্র জানিয়েছেন ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহনের পাশাপাশি ব্লাড সুগার নির্নয়,ব্লাড প্রেসার ও চক্ষু পরীক্ষা করান ১৫০ জনের বেশী স্থানীয় বাসিন্দারা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন