বুধবার কাঁথি মৎস্য দপ্তরে শুরু হলো কোভিড ভ্যাকসিনেশন সেন্টার।এই সেন্টারের
উদ্বোধন করলেন মৎস্য মন্ত্রী অখিল গিরি । উপস্থিত ছিলেন পৌর প্রশাসক হরি সাধন দাস অধিকারী, কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ( স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ) সুপ্রকাশ গিরি, নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক, হেলথ কো-অর্ডিনেটর সুস্মিত মিশ্র, এডিএফ ( মেরিন) সুরজিৎ বাগ, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল প্রমুখ।
মৎস্য মন্ত্রী অখিল গিরি সেন্টারের উদ্বোধন করে বলেন কাঁথি পৌরসভা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। শহরের সর্বস্তরের মানুষের কাছে সহজে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ পৌঁছে দিতে যে অভিনব উদ্যোগ তাঁরা নিয়েছেন তা প্রশংসার যোগ্য।আগামী দিনে আরও কয়েকটি সরকারি অফিসে তাদের সেন্টার খোলার পরিকল্পনা আছে।আশা করি কাঁথি পৌরসভার স্বাস্থ্য বিভাগ তাদের উদ্যোগে সফল হবে।
নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক জানিয়েছেন মীন ভবনের ওই ভ্যাকসিনেশন সেন্টারে মৎস্য দফতরের কর্মী , আধিকারিকরা সহ তাঁদের পরিবারের সদস্যরা এবং মৎস্যজীবীরাও ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করতে পারেন।